Eisamay

Eisamay

'এই সময়' হলো ভারতের বৃহত্তম সংবাদপত্র গোষ্ঠী দ্য টাইমস অফ ইন্ডিয়া-র উদ্যোগে প্রকাশিত একটি নতুন বাংলা সংবাদপত্র। এটি ১৫ অক্টোবর, ২০১২ সালে বাংলা সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। 'হিকিস বেঙ্গল গেজেট' থেকে শুরু করে আজ পর্যন্ত যে সংবাদ পরিবেশনের যাত্রা, 'এই সময়' সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে এসেছে। সংবাদপত্রটি বর্তমান যুগের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর প্রতি নজর রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সময় মানে শুধু বর্তমান নয়, বরং সেই সময়ের ইতিহাসও 'এই সময়'-এর পাতায় ফুটে উঠবে। আধুনিক প্রযুক্তির যুগে, যেখানে কম্পিউটার আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, 'এই সময়' সংবাদ পরিবেশনের মাধ্যমে সেই পরিবর্তনগুলোকে তুলে ধরবে। উদাহরণস্বরূপ, অ্যাপোলো মহাকাশযানের তুলনায় একটি মোবাইল ফোনের প্রযুক্তিগত ক্ষমতা অনেক বেশি। সারা বিশ্বে প্রতি বছর স্নাতকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেখানে ছেলেদের ক্ষেত্রে এই সংখ্যা চার গুণ এবং মেয়েদের ক্ষেত্রে সাত গুণ বেড়েছে। এই পরিবর্তনগুলোকে আমরা কীভাবে উপলব্ধি করছি, সেটাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। 'এই সময়' সেই দায়বদ্ধতা নিতে প্রস্তুত। আমরা যুগের চ্যালেঞ্জগুলো তুলে ধরবো এবং সেই সাথে ভবিষ্যতের সম্ভাবনাও উপস্থাপন করবো। আমরা বাঙালির বর্তমান এবং ভবিষ্যতের দিকনির্দেশনা খুঁজব, এবং এটি করতে চাই বৃহত্তর একটি পটভূমিতে। 'এই সময়' বাঙালিকে নতুনভাবে দেখার এবং দেখানোর চেষ্টা করবে।

Local
Bengali / Bangla, Hindi
Online/Digital

Outlet metrics

Domain Authority
37
Ranking

Global

#11412

India

#898

News and Media

#77

Traffic sources
Monthly visitors

Articles